শিরোনাম

South east bank ad

দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টারের দায়িত্ব গ্রহণ করেছেন শাবান মাহমুদ

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টারের দায়িত্ব গ্রহণ করেছেন শাবান মাহমুদ

ভারতের নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টারের দায়িত্ব গ্রহণ করেছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও বাংলাদেশ প্রতিদিনের সাবেক বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ।

গতকাল বুধবার (৩ ফেব্রুয়ারী) সকালে নয়াদিল্লীস্থ হাইকমিশনে তাকে দায়িত্ব বুঝে দেন সাবেক প্রেস মিনিস্টার ফরিদ হোসেন। এর আগে, গত বছরের ১৫ নভেম্বর তাকে এই পদে সরকার তাকে নিয়োগ দেয়। গত ২৭ জানুয়ারি দায়িত্ব পালনের জন্য তিনি ঢাকা ত্যাগ করেন। নিয়ম অনুযায়ী ৬ দিন পর বুধবার সকালে তিনি প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব বুঝে নেন।

শাবান মাহমুদ বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ছিলেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: