অ্যামচ্যাম ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ পেলেন টিবিএস প্রতিবেদক আব্বাস উদ্দিন নয়ন

“সেভ এসএমই, সেভ এমপ্লয়মেন্ট” শিরোনামের নিজ প্রতিবেদনটির জন্য আব্বাস উদ্দিন নয়ন এই সম্মানজনক পুরস্কারটি পান
ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড- এর সিনিয়র স্টাফ করসপনডেন্ট আব্বাস উদ্দিন নয়নকে 'অ্যামচ্যাম ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড' পদকে ভূষিত করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)।
"সেভ এসএমই, সেভ এমপ্লয়মেন্ট" শিরোনামের নিজ প্রতিবেদনটির জন্য আব্বাস উদ্দিন নয়ন এই সম্মানজনক পুরস্কারটি পান। প্রতিবেদনটি গেল ২০২০ সালের ২৯ জুলাই প্রকাশিত হয়।
আজ রোববার (২৪ জানুয়ারি) টেলিভিশন, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার মোট ২৫ জন সাংবাদিক ও প্রতিবেদককে পুরস্কৃত করে অ্যামচ্যাম। দেশে কোভিড-১৯ মহামারী চলাকালে এসব গণমাধ্যম কর্মীর অসামান্য চেষ্টা এবং সাহসের স্বীকৃতি স্বরূপ এসব সম্মাননা দেওয়া হয়।
রোববার বেলা ৩টায় অ্যামচ্যাম ভার্চুয়াল মাধ্যমে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. একে আব্দুল মোমেন।
এছাড়া, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এবং অ্যামচ্যাম প্রেসিডেন্ট সাইয়্যেদ এরশাদ আহমেদ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন।