শিরোনাম

South east bank ad

ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিলো বিদায়ী কমিটি

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিলো বিদায়ী কমিটি

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নবনির্বাচিতদের দায়িত্ব হস্তান্তর করেছে বিদায়ী কমিটির নেতারা।

গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্র্যাবের বিদায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কমিটির নেতারা নবনির্বাচিত কমিটির সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ কমিটির নেতাদের ফুল দিয়ে অভিনন্দন জানান।

এসময় ক্র্যাবের সাবেক সভাপতি মধুসুদন মন্ডল, খায়রুজ্জামান কামাল, সিনিয়র সদস্য আমিনুর রহমান তাজ, ইকরামুল কবির টিপু, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সরোয়ার আলম, মাহবুব আলম লাবলু, দিপু সারোয়ারসহ ক্র্যাবের নবনির্বাচিত কমিটির নেতা ও ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে ক্র্যাবের সব কর্মকাণ্ডে নিজেদের সক্রিয় রাখাসহ যেকোনো প্রয়োজনে ক্র্যাবের উন্নয়ন ও কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ জানান।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে ক্র্যাবকে আরও গতিশীল ও আন্তর্জাাতিক পরিমণ্ডলে পৌঁছে দেওয়া ও অপরাধ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠনের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করে নতুন কমিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: