শিরোনাম

South east bank ad

বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দূতাবাসের

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের উপস্থিতি নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে দেশটি ত্যাগ করার পরামর্শ দিয়েছে পার্শ্ববর্তী পোলান্ডস্থ বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার এক জরু‌রি বিজ্ঞ‌প্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

এতে বলা হয়, অন্য কোনো দেশে যেতে না পারলে প্রবাসীদের বাংলাদেশে যেতে বলা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে।

একই সঙ্গে সব বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ বাতিল করারও পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে দূতাবাস যাতে ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশির সঙ্গে যোগাযোগ রাখতে পারে সেজন্য তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানিয়ে রাখার অনুরোধ করা হয়।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: