শিরোনাম

South east bank ad

মাদাগাস্কারে নৌকাডুবি, মৃত্যু-৮৩

 প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের উত্তর-পূর্ব উপকূলে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এখবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উদ্ধার অভিযানে অন্তত ৫০ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা।

মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সির (এপিএমএফ) সমুদ্র অপারেশন ডিরেক্টর ম্যামি রান্দ্রিয়ানাভোনি বলেছেন, নোকাটি একটি পণ্যবাহী নৌকা, সেটি মানুষ পরিবহনের জন্য অনুমোদিত নয়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায়।

সোমবার গভীর রাতে ১৩৮ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে এখনও অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা । তাদের সন্ধানে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: