শিরোনাম

South east bank ad

শের বাহাদুর দেউবা নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন

 প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

আদালতের নির্দেশে নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা শের বাহাদুর দেউবা। এ নিয়ে তিনি ৫ম বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন। সোমবার বিলুপ্ত পার্লামেন্ট পুনর্বহালের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শের বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারিকে নির্দেশ দেওয়া হয়।
সিপিএন-ইউএমএল সমর্থন প্রত্যাহার করার ফলে সংখ্যাগরিষ্ঠতায় কিছুটা পিছিয়ে আছেন দেউবা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ানো প্রস্তুতি শুরু হয়ে গেছে।
বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কেপি শর্মা অলি। তিনিই রাজনৈতিক কৌশলে পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন। আদালতের বেঁধে দেওয়া সময়ের আগেই নতুন প্রধানমন্ত্রীর শপথ পড়ানো হবে। তবে তাকে প্রধানমন্ত্রী পদে টিকে থাকতে হলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোট নিশ্চিত করতে হবে।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: