শিরোনাম

South east bank ad

আপনারা কি এখনও আমাকে মিস করছেন : ট্রাম্প

 প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

আমাকে কি এখনও 'মিস’ করছেন- এই প্রশ্ন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে শনিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নিয়ে সমবেতদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন-আমাকে কি এখনও 'মিস’ করছেন?

এসময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীন ও ইরানের বিষয়ে কথা বলেন ট্রাম্প। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেন।
মেক্সিকো সীমান্ত পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সীমান্তে শিশুগুলোর কি অবস্থা; তারা খুব নাজুক অবস্থায় জীবনযাপন করছে। তারা এমনভাবে জীবনযাপন করছে, যা কেউ কখনও দেখেনি।আপনারা কি এখনও আমাকে মিস করছেন? সবশেষে তিনি নববিবাহিতদের সুন্দর জীবন কামনা করেন। বিনোদন ওয়েবসাইট টিএমজেড অনুষ্ঠানে ট্রাম্পের বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: