South east bank ad

হোয়াটসঅ্যাপে মেসেজ ‘সিন’ বন্ধ করবেন যেভাবে

 প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে মেসেজ পড়েছেন কি না, তা জানাতে চান না অনেকেই। মূলত, প্রাইভেসির জন্য এই পন্থার অবলম্বন করে থাকেন ইউজারেরা। আপনিও যদি হোয়াটসঅ্যাপে ব্লু টিক অপশন বন্ধ করে রাখতে চান, তাহলে জেনে নিন সহজ উপায়।

  • * প্রথমেই হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
  • *এবার ডান দিকে উপরে থ্রি ডট মেনু দেখতে পাবেন।
  • *সেখানে ট্যাপ করে সেটিংস ওপেন করুন।
  • *এবার অ্যাকাউন্ট সিলেক্ট করে প্রাইভেসি অপশনটি বেছে নিন।
  • *এর পর রিড রিসিপ্টস আনচেক করে দিন।
    উপরের এই পদ্ধতি ঠিকঠাক ভাবে করতে পারলেই, আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টের ব্লু টিক ডিসেবল হয়ে যাবে। যদিও, এই ফিচার ব্যবহার করলে আপনার মেসেজ পড়ার খবর যেমন কেউ পাবেন না, ঠিক তেমনই আপনি কোনও মেসেজ পাঠালে তা কে কে পড়ল, তাও জানা যাবে না।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: