শিরোনাম

South east bank ad

দেশের বাজারে মটো জি৩০ স্মার্টফোন

 প্রকাশ: ০৭ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

দেশের বাজারে মটো জি৩০ স্মার্টফোন

বাংলাদেশের বাজারে মটোরোলা পরিবারে যুক্ত হলো মটো জি ৩০ মডেলের স্মার্টফোন। শক্তিশালী ব্যাটারি ও ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরাসহ ফোনটির বাজার মূল্য ১৯,৯৯৯ টাকা।

মটো জি ৩০ বৈশিষ্ঠ্য: পারফর্মেন্স এর বিচারে ফোনটিকে বলা হচ্ছে 'সলিড অলরাউন্ডার'। এতে থাকছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সসহ কোয়াড ক্যামেরা সেট আপ, ৫০০০ মিলিএম্পিয়ারের ব্যাটারি, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৬.৫ ইঞ্চি ডিসপ্লে এবং এন্ড্রয়েড ১১ এর অপারেটিং সিস্টেম৷

মটো জি ৩০ পাওয়া যাবে নিকটস্থ সব মোবাইলের দোকানে৷ এর বিক্রয়মূল্য ১৯,৯৯৯ টাকা। তবে অনলাইনে www.salextra.com.bd এবং www.daraz.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অর্ডার করলে পেয়ে যাবেন মাত্র ১৭,৯৯৯ টাকায়৷

বিস্তারিত জানতে ভিজিট করুন মটোরোলা বাংলাদেশের ফেসবুক পেজ https://www.facebook.com/HelloMotoBangladesh এবং মটোরোলার ইন্সটাগ্রাম পেজ https://www.instagram.com/motorolabangladesh/

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: