ছোট সংস্করণের ভিডিও, স্টোরিজ ও ফটো স্টিকারেও বিজ্ঞাপন দেবে ফেসবুক
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ছোট সংস্করণের ভিডিও, স্টোরিজ ও স্টিকার অ্যাডের মাধ্যমে আয়ের সুযোগ তৈরি করছে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি এমন তথ্য জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। খবর রয়টার্স।
সম্প্রতি একটি ব্লগে প্রকাশিত বিবৃতিতে ফেসবুক জানায়, তাদের নতুন এ নীতিমালা কনটেন্ট ক্রিয়েটরদের আরো বেশি অর্থ আয়ে সহযোগিতা করবে। ফলে যেসব অপরিচিত কনটেন্ট ক্রিয়েটররা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের জন্য এ নীতিমালা সহায়ক হিসেবে কাজ করবে।
লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আয়ের একটি সম্পর্কে ফেসবুক জানায়, দর্শকরা লাইভ চলাকালে তাদের পছন্দের কনটেন্ট ক্রিয়েটরদের টিপিং প্রক্রিয়ার মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন।এর আগে শুধু ৩ মিনিট বা এর বেশি সময়ব্যাপী ভিডিওগুলোর ক্ষেত্রে বিজ্ঞাপন গ্রহণের সুযোগ রেখেছিল ফেসবুক।