শিরোনাম

South east bank ad

দেশে নির্মিত জাহাজ নিউজিল্যান্ডে রপ্তানি

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

দেশে নির্মিত জাহাজ নিউজিল্যান্ডে রপ্তানি
বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে প্রথমবারের মতো রপ্তানি হলো যাত্রীবাহী জাহাজ। চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জাহাজটি রপ্তানি করেছে। গত সোমবার এমভি মাটালিকি নামের জাহাজটি ক্রেতা রাষ্ট্রের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডার রাষ্ট্রদূত বেনওয়া পিয়ের লাঘামে। বিশেষ অতিথি ছিলেন নিউজিল্যান্ড মন্ত্রণালয়ের প্রতিনিধি হ্যারি স্ট্রোনাক এবং মার্কিন ইলিকট ড্রেজার্সের প্রেসিডেন্ট পিটার বাও। অনুষ্ঠানে জানানো হয়, এমভি মাটালিকি জাহাজটি মূলত প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ড নিয়ন্ত্রিত রাজ্য তোকেলাউয়ের অধিবাসীদের পরিবহনের জন্য ব্যবহূত হবে। জাহাজটির নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি। এই নির্মাণ প্রকল্প বাংলাদেশের পুরো জাহাজ নির্মাণ শিল্পের জন্য এক অনন্য সাফল্য হিসেবে চিহ্নিত হয়েছে। কেননা এই প্রথমবারের মতো এ দেশে নির্মিত কোনো জাহাজ প্রশান্ত মহাসাগরে চলাচল করবে। এমভি মাটালিকি ৬০ জন যাত্রী ছাড়াও ৫০ টন পণ্য পরিবহনে সক্ষম। জাহাজটি ৪৩ মিটার লম্বা ও পরিবেশবান্ধব মেশিনারি দ্বারা সংযোজিত, যা প্রশান্ত মহাসাগরে একটি পরিবেশ অনুকূল নৌযান হিসেবে চলাচল করবে। শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেন, মাটালিকি জাহাজটি বাংলাদেশের সমগ্র জাহাজ নির্মাণ শিল্পের জন্য এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। কেননা এই জাহাজ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের জাহাজ নির্মাতাদের মানসম্পন্ন দক্ষতার পরিচিতি সম্প্রসারিত করবে। এর ফলে এই অঞ্চলের জাহাজ নির্মাতাদের জন্য সেখানকার জাহাজ মালিকদের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে।
BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: