২৫ হাজার টন ইউরিয়া সার আমদানি করবে সরকার

২৫ হাজার মেট্রিক টন ব্যাটফিল ইউরিয়া সার আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় ধরা ৭২ কোটি ৭৬ লাখ টাকা।
আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, সভায় ২৫ হাজার মেট্রিক টন ব্যাটফিল ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন পেয়েছে। মেসার্স হাইড্রো কার্বন প্রতি মেট্রিক টন ৩৪৯ দশমিক ২০ মার্কিন ডলার ব্যয়ে এই সার আমদানি করবে। এতে মোট ব্যয় হবে ৭২ কোটি ৭৬ লাখ টাকা।
বৈঠকে ঢাকা ওয়াসার পানি সরবরাহ উন্নয়নে প্রায় ৯০৬ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা ওয়াসা বাস্তবায়নাধীন ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ডিজাইন, ম্যনেজমেন্ট অ্যান্ড সুপারভিশন সংক্রান্ত কাজের জন্য পরামর্শক নিয়োগ প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। ৬৭ কোটি ৭৬ লাখ তিন হাজার টাকায় এই কাজ পেয়েছে এসটিসি সিউরেকা সোরেপ জয়েন্ট ভেঞ্চার।
তিনি বলেন, এছাড়া ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় মডস জোন-৩, ৪ ও ১০ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সর্বনিম্ন দরদাতা নাভানা এবং প্রতিভা জয়েন্ট ভেঞ্চার। দর হচ্ছে ৪৪৮ কোটি ৯০ লাখ টাকা।
ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় মডস জোন-৯ এর কাজের প্রস্তাব অনুমোদন দেয় ক্রয় কমিটি। ৩৮৯ কোটি ২৮ লাখ টাকায় এই কাজ করবে চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ব্যুরো।
বৈঠকে ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন পেয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান।
মূল চুক্তি মূল্যের সঙ্গে ১৪ কোটি ১২ লাখ টাকা যুক্ত করা হয়েছে। ভেরিয়েশনসহ প্রকল্পটির এখন মোট চুক্তি মূল্য হবে ১২২ কোটি ৩৯ লাখ টাকা।