ভারতের কাছে ৮ হাজার টন ধারণক্ষমতার জাহাজ বিক্রি করল বাংলাদেশ!

ভারতের কাছে আট হাজার টন ধারণক্ষমতার ২টি জাহাজ বিক্রি করেছে বাংলাদেশ। রপ্তানির উদ্দেশে দেশে নির্মিত পণ্যবাহী ১০টি জাহাজের মধ্যে দুটি জাহাজ হস্তান্তর করেছে নির্মাতা সংস্থা।
আজ মঙ্গলবার চট্টগ্রামে কর্ণফুলী নদীতে নোঙর করা জাহাজ দুটি ভারতের কাছে হস্তান্তর করা হয়। এসময় ক্রেতা পক্ষ ভারতের জেএসডব্লিও ইনফ্রাস্ট্রাকচারের প্রধান নির্বাহী ভারতুল ভেনকাট যোগী শর্মা ও নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে দেশে সর্বোচ্চ আট হাজার টন ধারণক্ষমতার জাহাজ নির্মাণকে নতুন মাইলফলক বলে জানিয়েছেন এর নির্মাতারা। প্রতিটি ৪০১ ফুট দীর্ঘ জাহাজগুলো ভারত মহাসাগরে চলাচল করবে বলে জানিয়েছেন ক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আট হাজার টন ধারণক্ষমতার জাহাজ বানানোর স্বপ্ন আমরা দেখেছিলাম কিন্তু কোনোদিন বানাতে পারব কি না, তা বুঝিনি। আজ সেটা প্রমাণিত হলো যে আমরা বানাতে পেরেছি। বাংলাদেশিরাই এ জাহাজ বানিয়ে মাইলফলক সৃষ্টি করেছে।’
অনুষ্ঠানে ক্রেতারা জাহাজ নির্মাণে বাংলাদেশ উদীয়মান শক্তিতে পরিণত হয়েছে মন্তব্য করেন। নির্মিত জাহাজ দুটির নির্মাণশৈলীতে সন্তোষ প্রকাশ করে এ দেশে থেকে তাঁরা আরো জাহাজ আমদানি করবেন বলে জানান।