South east bank ad

নেপালে আলু রপ্তানিতে রেকর্ড

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

নেপালে আলু রপ্তানিতে রেকর্ড

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রতিবেশি দেশ নেপালে আলুর রপ্তানির পরিমাণ দিন দিন বাড়ছেই। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এই মৌসুমে একদিনে সর্বোচ্চ আলু নেপালে রপ্তানি হয়।

রপ্তানি হয়েছেন ১ হাজার ৫৭৫ টন আলু, বুধবার হয় ৮৮২ টন। স্টারিক জাতের এসব আলু রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁয়ের বিভিন্ন এলাকা থেকে বাছাই করে নেপালে রপ্তানি করে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান।

চলতি মৌসুমে এখন পর্যন্ত নেপালে আলু রপ্তানি হয়েছে ৩৩ হাজার ৭৪৭ টন আলু। নেপালে আলু রপ্তানি হওয়ায় বাজারে আলুর ভারসাম্য যেমন রক্ষা হচ্ছে তেমনি বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ব্যবসায়ীরা বলছেন, রপ্তানির ধারা অব্যাহত থাকলে কৃষকরা যেমন আলুর ন্যায্যমূল্য পাবেন তেমনি সরকারের বৈদেশিক মুদ্রা আয় হবে। সেই সাথে বন্দর এলাকায় শ্রমিকরা পাবেন কাজ।

বাংলাবান্ধা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রর অতিরিক্ত উপপরিচালক নুর হাসান বলেন, নেপালে বাংলাদেশের স্টারিক জাতের আলুর চাহিদা ব্যাপক। এই মৌসুমে আজ নেপালে সর্বোচ্চ আলু রপ্তানি হয়েছে। মোট আলু রপ্তানি হয়েছে অন্তত ৩৩ হাজার টন। প্রতিদিন যেভাবে আলুর রপ্তানি বাড়ছে তা আমাদের আশা জাগাচ্ছে।
এতে ব্যবসায়ীরা যেমন লাভবান হচ্ছেন তেমনি বৈদেশিক মুদ্রার আয় হচ্ছে।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: