South east bank ad

টেকসই পোশাক রফতানিতে লিড টাইম কমাতে হবে

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

টেকসই পোশাক রফতানিতে লিড টাইম কমাতে হবে

বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিড টাইম। এটি যতটা কমিয়ে আনা যাবে পোশাক খাত ততই টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পণ্য আরো দ্রুত ডেলিভারি করতে হবে। গতকাল ঢাকা অ্যাপারেল সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুদিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।

অধিবেশন চলাকালে বিজিএমইএ সংশ্লিষ্টরা বলেন, এনবিআরের অদক্ষতা ও বাংলাদেশ ব্যাংকের নীতিগত সমস্যার কারণে লিড টাইম বেড়ে যাচ্ছে। অন্যদিকে এনবিআর এবং কাস্টমসের মধ্যে কিছু নীতিগত পার্থক্য রয়েছে। এসব কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে করে বেড়ে যাচ্ছে পণ্য ডেলিভারির সময়। অন্যদিকে এসএস কোড জটিলতার কারণে কাস্টমসে ১৫-২০ দিন পর্যন্ত পণ্য পড়ে থাকছে। পণ্য ডেলিভারির ক্ষেত্রে বর্তমানে ভিয়েতনাম ও চীনের তুলনায় আমাদের ২৫-৩৫ দিন বেশি সময় লাগে। অন্য দেশে আমাদের মতো এত জটিলতা নেই।

সম্মেলনের এক পর্যায়ে সংশ্লিষ্টরা গণমাধ্যমকর্মীদের জানান, এনবিআরের কার্যক্রম যদি আরো সহজ এবং স্বচ্ছ হয়, কাস্টমস ও এনবিআর সমন্বয় করে কাজ করে, তাহলে বিদ্যমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। এছাড়া ব্যাকওয়ার্ড লিংকেজের ক্ষেত্রে যেসব জটিলতা আছে, সেগুলো দূর করা গেলে পোশাক খাতে প্রত্যাশার চেয়ে বেশি পণ্য রফতানি সম্ভব হবে।

হংকংভিত্তিক প্রতিষ্ঠান ইপিআইসি গ্রুপের ম্যানেজার ম্যারিয়াস ম্যাকভি বলেন, চীনে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে পণ্য নিতে ১-২ ঘণ্টা সময় লাগে। কিন্তু বাংলাদেশে একই কাজ করতে দিনের অর্ধেক সময় ব্যয় হয়ে যায়। এ সময় কমিয়ে আনা প্রয়োজন। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ব্যাকওয়ার্ড লিংকেজে অনেক বেশি সময় নষ্ট করে।

বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, আমরা সব পোশাক কারখানাকে গ্রিন কারখানায় রূপান্তর করার পরিকল্পনা করছি। দ্রুতই এটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আমি মনে করি। এতে করে কার্বন নিঃসরণ অনেক কমিয়ে আনা সম্ভব হবে। বর্তমানে আমাদের পণ্য ডেলিভারির ক্ষেত্রে সাপ্লাই চেইনে কিছু সমস্যা হচ্ছে। খুব দ্রুতই এটি সমাধান হয়ে যাবে। লিড টাইম নিয়ে কথা হচ্ছে। এটি কয়েক বছরের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। আমরা ক্রেতাদের কাছ থেকে নানা অভিযোগ পাচ্ছি। বিদ্যমান সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে জানিয়েছি। আশা করি দ্রুতই সমাধান হয়ে যাবে। আমরা ‘মেড ইন বাংলাদেশ উইকে’ অনেক অভিযোগ পেয়েছি। এসব অভিযোগ আমলে নিয়ে দ্রুতই সমস্যার সমাধান করা হবে।

সামিটে আসা এক পোশাক রফতানিকারক বলেন, শুধু এনবিআর বা কাস্টমস নয়, ব্যাংকিংয়ের ক্ষেত্রেও নানা জটিলতার শিকার হতে হয় আমাদের। অনেক ক্ষেত্রে দেখা যায়, ব্যাংকাররা অপ্রত্যাশিত আচরণ করেন।

সামিটের উদ্বোধনী অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দেশে চলমান জ্বালানি সংকট দ্রুতই নিরসন হবে। আগামী তিন মাসের মধ্যে দেশে গ্যাস সমস্যার সমাধান হয়ে যাবে। শিল্প-কারখানা জ্বালানি, বিশেষ করে গ্যাস সংকটে ভুগছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: