রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের কবরে বিজিএমইএর শ্রদ্ধা নিবেদন

বিজিএমইএর উদ্যোগে রাজধানীর জুরাইন কবরস্থানে রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকের স্মরণে শোক র্যালি, কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিজিএমইএর সদ্য নির্বাচিত সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে গতকাল বিজিএমইএর পরিচালনা পর্ষদ জুরাইন কবরস্থানে নিহতদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তারা নিহত শ্রমিক ভাইবোনদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এ সময় পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মহিউদ্দিন রুবেল, তানভির আহমেদ, মো. খসরু চৌধুরী, আবদুল্লাহ হিল রাকিব ও রাজিভ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন শিল্পোদ্যোক্তা ও বিজিএমইএর উচ্চপদস্থ কর্মকর্তারা।