শিরোনাম

South east bank ad

বিজিএমইএ পরিচালক হলেন শেলটেক গ্রুপের এমডি তানভীর

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

বিজিএমইএ পরিচালক হলেন শেলটেক গ্রুপের এমডি তানভীর

বাংলাদেশ পোশাক রফতানিকারক ও মালিক সমিতির (বিজিএমইএ-২০২১-২৩) নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল থেকে পরিচালক পদে জয়লাভ করেছেন তরুণ প্রজন্মের নেতা শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এনভয় গ্রুপের পরিচালক তানভীর আহমেদ। উল্লেখ্য তিনি শেলটেক ও এনভয় গ্রুপের চেয়ারম্যান ও সাবেক বিজিএমইএর সভাপতি কুতুবউদ্দিন আহমেদের ছেলে।

সম্মিলিত পরিষদের প্যানেল লিডার জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। তার নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ঢাকা ও চট্টগ্রামের ৩৫ পরিচালক পদের মধ্যে ২৪টিতে বিজয়ী হয়েছে। অন্যদিকে এ বি এম সামছুদ্দিনের নেতৃত্বাধীন ফোরাম ১১ পরিচালক পদে বিজয়ী হয়েছে।

বিজিএমইএর ২০২১-২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন রবিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ১০ ঘণ্টার ভোটে সংগঠনটির ঢাকা ও চট্টগ্রামের ৮৬ শতাংশ ভোটার বা ১ হাজার ৯৯৬ জন নিজেদের রায় দিয়েছেন। রাত সাড়ে ১২টার দিকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ীদের তালিকা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ারের নেতৃত্বাধীন নির্বাচন বোর্ড।

নির্বাচনে সর্বাধিক ১ হাজার ২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফারুক হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফোরামের প্রার্থী বিজিএমইএর বর্তমান সভাপতি রুবানা হক। তবে ফোরামের দলনেতা এ বি এম সামছুদ্দিন ৯০৪ ভোট পেয়ে হেরেছেন। আর সম্মিলিত পরিষদের প্যানেল থেকে তানভীর আহমেদ ৯৮৮ ভোট পেয়ে বিজিএমইএর পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

বিজয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে বিজিএমইএর নবনির্বাচিত পরিচালক তানভীর আহমেদ বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। সম্মিলিত পরিষদ থেকে নির্বাচন করলেও আমি সবার প্রতিনিধি । সবাইকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী বিজিএমইএ প্রতিষ্ঠা করাই হবে আমাদের লক্ষ্য।

এছাড়া তিনি নির্বাচন বোর্ডের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বিজয়ী পরিচালকরা ১৬ এপ্রিল পরিচালনা পর্ষদে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং ছয়জন সহ-সভাপতি নির্বাচিত করবেন। নতুন কমিটি বিজিএমইএর দায়িত্ব নেবে আগামী ২০ এপ্রিল।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: