শিরোনাম

South east bank ad

বিজিএমইএ নির্বাচনে জয়ী সম্মিলিত পরিষদ

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২৩ মেয়াদে সংগঠনটির নেতৃত্ব নির্ধারণের নির্বাচনে ভোট শুরু হয় গতকাল সকাল ৯টায়। সন্ধ্যা ৭টায় শেষ হওয়ার পর শুরু হয় ভোটগণনা। রাত সাড়ে ১২টা নাগাদ পাওয়া তথ্য অনুযায়ী জয়ী হয়েছে ফারুক হাসানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। ৩৫ জন পরিচালকের মধ্যে সম্মিলিত পরিষদের ২৪ এবং ফোরামের ১১ জন ভোটে জয়ী হয়েছেন।

ঢাকায় গতকাল দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে। চট্টগ্রামে ভোটগ্রহণ হয় বিজিএমইএর আঞ্চলিক কার্যালয়ে। ২০২১-২৩ মেয়াদে বিজিএমইএ পর্ষদ নির্বাচনে ৩৫ পরিচালক পদে এবার দুটি প্যানেলে মোট ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে অংশ নেয়া দুটি প্যানেল হলো সম্মিলিত পরিষদ ও ফোরাম। নির্বাচিতদের মধ্যে একজন হবেন সভাপতি ও সাতজন সহসভাপতি।

ঢাকায় বিজিএমইএর ভোটার সংখ্যা ১ হাজার ৮৫৩, চট্টগ্রামে ৪৬১। এর মধ্যে গতকাল ঢাকায় ভোট দিয়েছে ১ হাজার ৬০৪ জন। চট্টগ্রামে দিয়েছে ৩৯৬ জন। এ হিসেবে মোট ৮২ শতাংশ ভোট পড়েছে। গতকাল রাত সাড়ে ১১টায় পাওয়া ঢাকার ভোটের ফলাফলে এগিয়ে ছিল সম্মিলিত পরিষদ। ৩০৭ ভোট পেয়েছে সম্মিলিত পরিষদ। অন্যদিকে ফোরাম পেয়েছে ২৩৮ ভোট।

প্রাথমিকভাবে সম্মিলিত পরিষদ ও ফোরামের ৯৯ জন প্রার্থী ১০৩টি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ৪ মার্চ ৩৩টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন বোর্ড। ফারুক হাসানের নেতৃত্বে নির্বাচনে জোটবদ্ধভাবে সম্মিলিত পরিষদ ও স্বাধীনতা পরিষদ নির্বাচন করছে। অন্যদিকে ফোরামের নেতৃত্ব দিচ্ছেন এবিএম সামছুদ্দিন।

২০ এপ্রিল বিজিএমইএর নতুন পর্ষদের দায়িত্ব নেয়ার কথা রয়েছে।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: