শিরোনাম

South east bank ad

বিজিএমইএর মোবাইল অ্যাপ চালু

 প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সংগতি রেখে শুধু সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করেছে বিজিএমইএ। গতকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে এ মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। বিজিএমইএর সভাপতি ড. রুবানা হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের নীতি উপদেষ্টা আনীর চৌধুরী।

রাজধানীর গুলশানে বিজিএমইএর পিআর অ্যান্ড মিডিয়া সেন্টারে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ফয়সাল সামাদ, সহসভাপতি (অর্থ) এমএ রহিম (ফিরোজ), বিজিএমইএর পরিচালক ও বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অ্যাপটি সদস্যদের কাছে পোশাক শিল্পসংক্রান্ত সব তথ্যের জন্য ওয়ান স্টপ সোর্স হিসেবে কাজ করবে। অ্যাপের প্রধান দিকগুলো হলো শিল্পসংক্রান্ত সংবাদ, প্রচারপত্র (সার্কুলার), বাণিজ্য মেলা, সদস্যদের ডাইরেক্টরি, স্থিরচিত্র ও ভিডিও চিত্র। বিজিএমইএর অধীনে এই অ্যাপ অ্যাপল স্টোর ও অ্যানড্রয়েড প্লে স্টোর উভয় ক্ষেত্র থেকেই ডাউনলোড করা যাবে।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: