শিরোনাম

South east bank ad

দেবের সঙ্গে সানির রোমান্স

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

বলিউডে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন সানি লিওন। বেশ কিছু সিনেমা দিয়ে নিজেকে তিনি জনপ্রিয় করে তুলেছেন হিন্দি সিনেমার বাজারে। ভারতের আরও কিছু ভাষার সিনেমায় তার অভিনয়ের কথাও শোনা যাচ্ছে। এবার তাকে দেখা গেল কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে।
না কোনো বাংলা সিনেমায় অভিনয় করছেন না সানি। তাকে দেবের সঙ্গে রোমান্স করতে দেখা যায় একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে।

‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এর গ্র্যান্ড ফাইনালে দেব ছিলেন বিচারকের আসনে। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানি লিওন। দর্শকের জন্য চমক হিসেবে দুজনকে একমঞ্চে হাজির করেছে শোটির কর্তৃপক্ষ।

দেবের সঙ্গে সানি পারফর্ম করেন ‘কী করে তোকে বলব’ গানের তালে তালে। সেই নাচের ঝলক দেব প্রকাশ করেছেন তার ফেসবুকে। সেসব ছবি ভাইরাল করে দেন দেবের ভক্তরা।
সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। তা দেখেই চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের।
গ্র্যান্ড ফাইনালের মঞ্চে এক অন্যতম আকর্ষণ ছিল বেবি ডল সানি লিওনি ও সুপারস্টার দেবের রোম্যান্স। অতিথি বিচারক হিসেবে ছিলেন হেলেন আর রেমো ডি'সুজাও। গতকাল ২২ আগস্ট রোববার গ্র্যান্ড ফিনালে দেখা যায় দেব-সানির যুগলবন্দি এ রোমান্স।

BBS cable ad

বিনোদন এর আরও খবর: