রাজবাড়ীতে হতদরিদ্রদের মাঝে রিক্সা ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):
মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে রিক্সা ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জেলা অফিসার্স ক্লাবের এসব বিতরণ করা হয়।
জেলার বিভিন্ন উপজেলা এলাকার ১১ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন, ১০জনকে ভ্যান এবং চারজনকে রিক্সা দেওয়া হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এসব হস্তান্তর করেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।