আরমানিটোলায় ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা করলেন ঢাকার জেলা প্রশাসক

গতকাল ঢাকার আরমানিটোলায় রাসায়নিক গুদামে অগ্নিদুর্ঘটনায় ২১ জন গুরুতর আহত এবং ৪ জনের মৃত্যু হয়। জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আহত ২১ জনের চিকিৎসার খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন। অপরদিকে, মিডফোর্ড হাসপাতালের মর্গে রক্ষিত মৃত্যু ব্যক্তিদের দাফন কার্য সম্পাদনের জন্য সংশ্লিষ্ট পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এছাড়াও উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের ৪ জন আহত হয়েছেন এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।