শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি নোয়াখালীর ৩শ অসচ্ছল দোকান কর্মচারীরা

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি নোয়াখালীর ৩শ অসচ্ছল দোকান কর্মচারীরা

নোয়াখালীর মাইজদী শহরের দোকান কর্মচারী শহীদ। বাবা হারা সংসারে মাকে নিয়ে উপার্জিত অর্থ দিয়ে কোনমতে চালাচ্ছেন পরিবার। করোনাভাইরাস মহামারির বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনে সে এখন কর্মহীন হয়ে দিশেহারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জেলা প্রশাসনের দেয়া খাদ্য উপহার পেয়ে খুশি দোকান কর্মচারী শহীদ ও তার মতো ৩০০ অসচ্ছল দোকান কর্মচারী। শহীদ জানায়, অন্তত কয়েকদিন তাকে খাদ্য নিয়ে আর চিন্তা করতে হবে না।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১ টায় নোয়াখালী জিলা স্কুলের মাঠে স্বাস্থ্য বিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এসব সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

তিনি বলেন, উপহার সামগ্রী হিসেবে প্রত্যেক জনকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবণ ও দুই লিটার তেল দেওয়া হয়। পর্যায়ক্রমে অনান্য পেশার মানুষের হাতেও এই উপহার তুলে দেয়া হবে।

বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিমুল হায়দারসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

এরআগে, প্রধানমন্ত্রীর দেয়া উপহার অসচ্ছল মুক্তিযোদ্ধা ও পরিবহন শ্রমিকদের মাঝে একইবাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: