শিরোনাম

South east bank ad

অসহায় ও দরিদ্র জনগণের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন নরসিংদীর জেলা প্রশাসক

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

অসহায় ও দরিদ্র জনগণের মাঝে  প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন নরসিংদীর জেলা প্রশাসক

আজ ১০ এপ্রিল ২০২১ নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় নরসিংদী জেলার সকল উপজেলায় একযোগে অসহায় ও দরিদ্র জনগণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে । উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

অসহায় ও দরিদ্র জনগণকে সহায়তা প্রদানের আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে সরকার কর্তৃক প্রদত্ত অর্থ ও ত্রাণ সামগ্রী উপযুক্ত সুবিধাভোগীদের মাঝে বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের আহবান জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রদত্ত এ অর্থকে মুজিববর্ষে অসহায় জনগণের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অভিহিত করেন এবং জেলা প্রশাসনের ব্যতিক্রমী ও ফলপ্রসূ উদ্যোগে নরসিংদী জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের সহায়তায় স্থানীয়ভাবে দরিদ্র জনগণকে সহায়তা প্রদানের যে ঐতিহ্য রয়েছে, তা অব্যাহত রাখার আহবান জানান।

উপহার বিতরণ অনুষ্ঠানের পূর্বে সকল উপজেলায় একযোগে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে সরকার কর্তৃক পরিচালিত এবং স্থানীয় উদ্যোগে গৃহীত মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সকলের সম্মুখে উপস্থাপন করেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: