নাটোরে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান

গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনসহ সার্বিক স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নাটোরে অভিযান শুরু করেছে প্রশাসন। জেলা প্রশাসনের একাধিক ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে দুপুর থেকে নাটোর শহরের হরিশপুর ও মোকরামপুর এলাকায় মহাসড়কে অভিযান চালানো হয়।
এসময় স্বাস্থ্যবিধি না মানায় বাসের সুপারভাইজার ও যাত্রীদের জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারকগন। একই সাথে যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন প্রশাসনের কর্মকর্তারা। নাটোর থেকে দূরপাল্লার বাস গুলো চলছে স্বাস্থ্যবিধি মেনেই। তবে আন্তঃজেলা ও স্থানীয় রুটের বাস গুলো বাড়তি ভাড়া আদায় করলেও মানছেনা স্বাস্থ্যবিধি। আর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।