শিরোনাম

South east bank ad

জেলা প্রশাসন নরসিংদী এর অনন্য উদ্যোগ সাংস্কৃতিক সংগঠন বাঁধনহারা থিয়েটার স্কুল

 প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

জেলা প্রশাসন নরসিংদী এর অনন্য উদ্যোগ সাংস্কৃতিক সংগঠন বাঁধনহারা থিয়েটার স্কুল

"বাঁধনভাঙা বাঁধনহারাঃ রুপকথার পথ ধরে স্বপ্নজয়ের সীমানায়"

সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক উৎকর্ষ সাধনের মাধ্যমে সুশিক্ষিত ও সংস্কৃতিমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন, নরসিংদী এর অনন্য উদ্যোগ সাংস্কৃতিক সংগঠন বাঁধনহারা থিয়েটার স্কুল।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী সংগঠনটি সামাজিক অসংগতি রোধ এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে সাংস্কৃতিক আন্দোলন জোরদারকরণে অনবদ্য ভূমিকা রাখছে। স্থানীয় পর্যায়ের পাশাপাশি এবার জাতীয় পর্যায়ে প্রতিভার স্বাক্ষর রাখতে চলেছে বাঁধনহারা থিয়েটার স্কুল।

আজ ৬:৩০ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে "গণহত্যার কালরাত্রি ও আলোকের অভিযাত্রা" থিম ও "মুজিব চিরন্তন" প্রতিপাদ্যকে সামনে রেখে মঞ্চস্থ হতে চলেছে বাঁধনহারা থিয়েটার স্কুলের অনবদ্য পরিবেশনা গীতিনাট্য "যশোর রোড"। বাঁধনহারা থিয়েটার স্কুলের পরিবেশনাটি বাংলদেশ টেলিভেশনসহ বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক মাধ্যম সরাসরি সম্প্রচার করবে।

উল্লেখ্য, স্বপ্নজয়ে যাত্রার প্রাক্কালে বাঁধনহারা থিয়েটার স্কুলের কলাকুশলীদের অনিঃশেষ শুভাশিস জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: