রায়পুরা উপজেলায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
উপজেলা প্রশাসন, রায়পুরার আয়োজনে এবং ভাষাসৈনিক এ, কে, এম বজলুর রহমান ফাউন্ডেশন এর সহযোগিতায় ১০ জানুয়ারী ২০২১ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করে আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে প্রকাশিত বই “মুক্ত স্বদেশে জাতির পিতা” এর মোড়ক উন্মোচন করেন সম্মানিত প্রধান অতিথি।
জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতাকে নিয়ে একটি বই প্রকাশ ও মোড়ক উন্মোচন একজন দেশপ্রেমিক নাগরিক এবং জেলা প্রশাসক হিসেবে আমার কর্মকালের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমাদের নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার আদর্শকে গ্রোথিত করতে আজকের আলোকচিত্র প্রদর্শনী একটি আশা জাগনিয়া উদ্যোগ যার প্রক্ষিতে সকলের মাঝে বঙ্গবন্ধুর চেতনা, অনুপ্রেরণা ও দেশপ্রেমের দ্যুতি ছড়াবে।

