South east bank ad

"মুজিববর্ষের প্রতিক্ষণে, বঙ্গবন্ধু তোমায় পড়ে মনে" শীর্ষক ভার্চূয়াল আলোচনা সভা

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

"হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্হপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে "মুজিববর্ষের, প্রতিক্ষণে, বঙ্গবন্ধু তোমায় পড়ে মনে" শীর্ষক ভার্চূয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জুম প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত"।

জেলা প্রশাসন, নরসিংদীর সার্বিক তত্ত্বাবধানে ০৮ ই জানুয়ারী ২০২১ নরসিংদী অনলাইন পাঠশালা এবং ICT4E জেলা অ্যাম্বাসেডর টিম, নরসিংদী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশ সমার্থক। শুধু মুজিববর্ষেই নয় বঙ্গবন্ধু আমাদের সর্বকালের চেতনা ও আদর্শের নাম। জাতির পিতা ছিলেন সকল অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে সংগ্রামের মূর্ত প্রতীক এবং তাঁর স্বপ্নের "সোনার বাংলা" বিনির্মানের প্রয়াসে তিনি আজীবন লড়াই করেছেন। জাতির পিতার জীবনচরিত যেন এক জীবন্ত পাণ্ডুলিপি। আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে জাতির পিতার আদর্শ ও অনুপ্রেরণা ছড়িয়ে দিতে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের একাগ্রচিত্তে কাজ করে যাবার নির্দেশনা দেন মান্যবর জেলা প্রশাসক

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: