হস্ত ও কারুশিল্প নীতিমালা বাস্তবায়নের দাবি
হস্ত ও কারুশিল্প নীতিমালা ২০১৫' বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বাংলাক্রাফট)। সোমবার সোনারগাঁও হোটেলে ‘হস্তশিল্প ও কারুশিল্প নীতিমালা’ শীর্ষক সেমিনার থেকে এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, লাখ লাখ শ্রমিক এ শিল্পে নিয়োজিত। এ শিল্পের উন্নয়নে সরকার নীতিমালা প্রণয়ন করেছে। এ শিল্পের উন্নয়নে বিসিক শিল্প নগরীর সম্প্রসারিত ধামরাইতে ১০ কাঠা জায়গা দেওয়া হবে। বর্তমান বাজার প্রতিযোগিতামূলক। বাজার সম্প্রসারণ ও প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক ইন্সটিটিউট গড়ে তোলা হবে।
তিনি বলেন, এসএমই ফাউন্ডেশনের মতো আপনাদের অর্থায়নের ব্যবস্থা করা হবে। এ জন্য প্রয়োজনে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করব, কিভাবে নীতি সহয়তা করা যায়। তবে এ জন্য বাংলাক্রাফটকে এগিয়ে আসতে হবে। আমাদের থেকে তাদের আদায় করা শিখতে হবে।
অনুষ্ঠানে বিসিকের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আমরা প্রয়োজনে আপনাদের জায়গার ব্যবস্থা করে দেব। দেশের অর্থনীতিক উন্নয়নে আপনাদের ভূমিকা আছে। আপনাদের ঐতিহ্য তুলে ধরেন, এ জন্য আপনাদের এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্ত্যবে বাংলাক্রাফটের সভাপতি আশরাফুর রহমান বলেন, নীতিমালা প্রণয়ন করেছে সরকার। এখন এটি বাস্তবায়নের সময়। এটি বাস্তবায়ন না করা হলে এ খাতের উন্নতি সম্ভব নয়। তাই নীতিমালা প্রণয়নে সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নে জোর দিতে হবে।