এসএমই ফোরামের দ্বিতীয় শীর্ষ সম্মেলন শুরু আগামীকাল

সাউথ এশিয়ান কান্ট্রিজ এসএমই ফোরামের দ্বিতীয় শীর্ষ সম্মেলন আগামীকাল শুরু হচ্ছে। সকাল ৯টায় রাজধানীর হোটেল ৭১-এ আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও কটেজ শিল্প উন্নয়নের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানসমূহের শীর্ষ নীতিনির্ধারক ও নেতারা এ সামিটে যোগদান করবেন। অর্থনীতি ও জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য এই সম্মেলনে ১৫ বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা-সংগঠককে সাউথ এশিয়ান কান্ট্রিজ এসএমই ফোরামের পক্ষ থেকে পুরস্কার দেয়া হবে।