সরকারি বেতন হবে অনলাইনে

এখন থেকে সরকারি কর্মচারিদের বেতন ও পেনশন অনলাইন পদ্ধতিতে নির্ধারণ হবে। এ পদ্ধতির ফলে কাজের দীর্ঘসূত্রতা কমবে। পাশাপাশি সময় ও শ্রম দুটোরই সাশ্রয় হবে বলে আশা করছে সরকার।
বৃহস্পতিবার এ পদ্ধতির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমান পদ্ধতিতে বেতন নির্ধারণে সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তাদের ভোগান্তি দূর করতেই অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে সব কর্মকর্তা-কর্মচারীদের তথ্য একটি ডেটাবেজের আওতায় নিয়ে আসা হবে। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয় পত্রের নম্বর ও জন্মতারিখ দিয়ে বেতন নির্ধারণের কাজ করতে পারবেন চাকরিজীবীরা। পরে মোবাইলে এসএমএসের মাধ্যমে বেতন-ভাতার বিষয়ে জানতে পারবেন তারা। একই ধরণের সুবিধা পাবেন পেনশনে যাওয়া কর্মকর্তা কর্মচারীরাও।