শিরোনাম

South east bank ad

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ

 প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবারই (১৫ ডিসেম্বর) রাতে অনলাইনে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ গেজেট প্রকাশ করা হয়। গেজেটে উল্লেখ করা হয়, যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ৩৫ হাজার টাকার মধ্যে তারা ৫৫ শতাংশ বাড়ি ভাড়া পাবেন। আর যাদের মূল বেতন ৩৫ হাজার টাকার উপরে, তারা পাবেন ৫০ শতাংশ। এছাড়াও নতুন বেতন কাঠামোতে শিক্ষা ভাতা দেওয়া হবে এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা দেওয়া হবে দেড় হাজার টাকা। এই কাঠামোতে সকল কর্মকর্তা-কর্মচারী অবসর ভাতা পাবেন মূল বেতনের ৯০ শতাংশ। এর আগে বিকেলে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের জানান, বিজয় দিবসের উপহার হিসেবে মঙ্গলবারই নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ করা হবে।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: