শিরোনাম

South east bank ad

গ্যাস অপচয় রোধে দরকার মানসম্মত বয়লার

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

গ্যাস অপচয় রোধে দরকার মানসম্মত বয়লার
শিল্প কারখানায় বয়লার থেকে স্টিম তৈরির কাজে গ্যাস ব্যবহৃত হয়। এক্ষেত্রে গ্যাসের অপচয় রোধ করতে কারখানায় স্টিমের উৎপাদন ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য দরকার মানসম্মত বয়লার। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জাতীয় প্রেসক্লাবের  ভিআইপি লাউঞ্জে ‘বয়লার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনার্জি সেভিং’ আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এতে সভাপতিত্ব করেন  সাবেক বিচারপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান আমিরুল কবির চৌধুরী। মুল প্রবন্ধ উপস্থাপন করেন ‘বয়লার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনার্জি সেভিং’ এর মূখ্য কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী। সেমিনারে বক্তব্য রাখেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি, অতিরিক্ত অর্থ সচিব পীরজাদা শহিদুল হারুন, সাবেক প্রধান বয়লার পরিদর্শক ইঞ্জিনিয়ার বাকী বিল্লাহ প্রমুখ। বক্তারা জানান, গ্যাস ব্যবহার করে বয়লারের মাধ্যমে কারখানায় স্টিম উৎপন্ন করা হয়। এর মাধ্যমে কারখানায় বিভিন্ন কাজ করা হয়। কিন্তু সব কারখানায় স্টিম উৎপাদনে ভালো প্রযুক্তি তথা বয়লার ব্যবহার হয় না। কারখানায় স্টিমের উৎপাদন ও সঠিক ব্যবহার নিশ্চিত করা দরকার। এ ক্ষেত্রে মানসম্মত বয়লার ব্যবহার করা জরুরি। বক্তারা আরো জানান, বয়লারের মাধ্যমে স্টিমের উৎপাদন সঠিকভাবে করতে কারখানায় অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার থাকা উচিৎ। সেই সঙ্গে লাইসেন্সধারী প্রশিক্ষিত বয়লার অপারেটর থাকা জরুরি। সেমিনারে অর্থ প্রতিমন্ত্রী বলেন, গ্যাস আমাদের দেশে ম্যাজিকের মতো কাজ করছে। কিন্তু বিভিন্নভাবে আমরা গ্যাসের অপচয় করছি। এটাকে আমরা বিকৃতভাবে ব্যবহার করছি। গ্যাসের দাম বাড়িয়ে এক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু দাম বাড়াতে গেলেই প্রতিবাদ শুরু হয়। এভাবে ভর্তুকি দিয়ে আর কতদিন চলবে? কারও না কারও পকেট থেকে এ টাকা আসে। তাই সম্পদের যথার্থ ব্যবহার করে ভর্তুকি কমাতে সহায়তা করতে হবে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: