পাঁচ মাসে প্রবাসী আয় সামান্য কমেছে

প্রবাসী আয়ে ধীরগতি কাটছে না। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ কোটি ডলার কম। একক মাস হিসেবে গত নভেম্বরে কমেছে প্রায় ৪ শতাংশ। চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স আসায় ধীরগতি থাকলেও গত অক্টোবর পর্যন্ত প্রবাসী আয়ে সামান্য প্রবৃদ্ধি ছিল। একক মাস হিসেবে গত নভেম্বরে প্রবাসীরা ১১৩ কোটি ৭৫ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের বছরের একই মাসে এসেছিল ১১৮ কোটি ২৯ লাখ ডলার। এ হিসেবে নভেম্বরে রেমিট্যান্স কমেছে ৪ কোটি ৫৪ লাখ ডলার বা ৩ দশমিক ৮৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-নভেম্বর সময়ে প্রবাসীরা ৬১৭ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৬২১ কোটি ডলার। এ হিসেবে একই সময়ের তুলনায় এবারে প্রবাসী আয় কমেছে ৪ কোটি ডলার। গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবাসী আয় ছিল এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬৮ শতাংশ বেশি। এর আগে দীর্ঘ সময় পর ২০১৩-১৪ অর্থবছরে রেমিট্যান্স আয় কমেছিল। তবে গত অর্থবছর প্রবাসীদের পাঠানো এক হাজার ৫৩১ কোটি ডলারের রেমিট্যান্স আগের অর্থবছরের তুলনায় বেশি ছিল ১০৮ কোটি ডলার। -