শিরোনাম

South east bank ad

আজ থেকে কার্যকর বিদ্যুতের বর্ধিত দাম

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

আজ থেকে কার্যকর বিদ্যুতের বর্ধিত দাম
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের বর্ধিত দাম কার্যকর হচ্ছে আজ থেকে। এতে গত আট বছরে অষ্টমবারের মতো দাম বাড়ল। তবে অন্যবারের চেয়ে এবারের দাম বাড়ানোর ঘোষণায় কিছুটা ভিন্নতা এনেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সব বিতরণকারী কোম্পানির জন্য বিদ্যুতের অভিন্ন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ঢাকার চেয়ে গ্রামাঞ্চলে বেশি হারে দাম বেড়েছে। গতকাল পর্যন্ত গ্রাহক পর্যায়ে গড়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ছয় টাকা ৫০ পয়সা। বর্ধিত হার কার্যকরের ফলে এটি দাঁড়াল ছয় টাকা ৮৫ পয়সা। তবে বিদ্যুতের ক্ষেত্রে বিদ্যমান ন্যূনতম চার্জ প্রত্যাহার করা হয়েছে। ফলে মোট গ্রাহকের ১৩ শতাংশ অর্থাৎ লাইফ লাইন গ্রাহকের বিদ্যুৎ বিল হ্রাস পাবে। তাছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) প্রায় ৬০ লাখ বা ২৫ শতাংশ গ্রাহকের খুচরা বিদ্যুৎ বিল অপরিবর্তিত থাকবে। অর্থাৎ সারা দেশে মোট গ্রাহকের প্রায় ৩৮ শতাংশের বিদ্যুৎ বিল বাড়বে না। উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর বিদ্যুতের দাম গড়ে দুই দশমিক ৯৩ শতাংশ বাড়িয়েছিল সরকার। এর আগে ২০১৪ সালের ফেব্রুয়ারি, ২০১২ সালের ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর, ২০১১ সালের ফেব্রুয়ারি ও ডিসেম্বর এবং ২০১০ সালের মার্চে বিদ্যুতের দাম বাড়ানো হয়। এসব ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছিল যথাক্রমে ছয় দশমিক ৯৬, ১৫, সাত দশমিক শূন্য নয়, ১৩ দশমিক ২৫, পাঁচ ও পাঁচ শতাংশ। দাম বৃদ্ধির ঘোষণায় বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলাম বলেন, ২০১০ সাল থেকেই সবার জন্য সমান বিদ্যুৎ সুবিধা নিশ্চিতে সরকার কাজ করছে। তবে কোয়ালিটি বিদ্যুৎ সরবরাহ বেশি হওয়ায় কিছু এলাকায় এর দামও কিছুটা বেশি রাখা হতো। আর গ্রামাঞ্চলে বিদ্যুতের দাম তুলনামূলক কম। এতে সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহে লোকসানও বেশি হয়। ফলে অনেক এলাকাতেই নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা হয় না বলে বিইআরসিতে নানা সময় অভিযোগ আসে। এজন্য এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দামে সমতা আনা হয়েছে। বর্ধিত হিসাবে আবাসিকে প্রথম ধাপে (০-৭৫ ইউনিট) বিদ্যুতের দাম পড়বে চার টাকা, দ্বিতীয় ধাপে (৭৬-২০০ ইউনিট) পাঁচ টাকা ৪৫ পয়সা, তৃতীয় ধাপে (২০১-৩০০ ইউনিট) পাঁচ টাকা ৭০ পয়সা, চতুর্থ ধাপে (৩০১-৪০০ ইউনিট) ছয় টাকা দুই পয়সা, পঞ্চম ধাপে (৪০১-৬০০) ৯ টাকা ৩০ পয়সা ও ষষ্ঠ ধাপে (৬০০ ইউনিটের ঊর্ধ্বে) ১০ টাকা ৭০ পয়সা হারে বিল পরিশোধ করতে হবে। বিইআরসির হিসাবে, গ্রাহকভেদে গড়ে পাঁচ দশমিক ৩০ শতাংশ বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। তবে আবাসিকে এ হার সর্বোচ্চ আট দশমিক ২৩ শতাংশ পর্যন্ত বেড়েছে আরইবি গ্রাহকদের। অথচ সবচেয়ে কম বেড়েছে ঢাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই কোম্পানির (ডেসকো) গ্রাহকদের। ডিপিডিসির গ্রাহকদের সর্বোচ্চ দুই দশমিক ২৯ শতাংশ ও ডেসকো গ্রাহকদের সর্বোচ্চ এক দশমিক ৫২ শতাংশ বেড়েছে বিদ্যুতের দাম। এর বাইরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও নর্দার্ন ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই কোম্পানির (নেসকো) গ্রাহকদের বিদ্যুতের দাম সর্বোচ্চ বেড়েছে সাত দশমিক ২১ শতাংশ হারে। দাম বৃদ্ধির বিশ্লেষণে দেখা যায়, প্রথম ধাপে ডিপিডিসি ও ডেসকোর আবাসিক গ্রাহকদের বিদ্যুতের দাম না বেড়ে উল্টো কমেছে যথাক্রমে এক দশমিক ২৩ ও দশমিক ২৫ শতাংশ হারে। যদিও ঢাকা শহরে প্রথম ধাপের বিদ্যুৎ গ্রাহক খুবই সামান্য। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় ধাপে ডিপিডিসি গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়েনি। অর্থাৎ ডিপিডিসি গ্রাহকদের ৩০০ ইউনিট পর্যন্ত বর্ধিত কোনো বিল দিতে হবে না। আর ডেসকো গ্রাহকদের দ্বিতীয় ও তৃতীয় ধাপে বিদ্যুতের দাম বেড়েছে যথাক্রমে দশমিক ৩৭ ও দশমিক ৭১ শতাংশ। এদিকে পিডিবি, আরইবি, ওজোপাডিকো ও নেসকো গ্রাহকের বড় অংশই প্রথম ধাপের। এসব বিতরণ সংস্থার সরবরাহ করা বিদ্যুতের দাম বেড়েছে পাঁচ দশমিক ২৬ শতাংশ হারে। আর দ্বিতীয় ও তৃতীয় ধাপের গ্রাহকদের বিদ্যুতের দাম বেড়েছে যথাক্রমে ছয় দশমিক শূন্য তিন ও ছয় দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ ৩০০ ইউনিট পর্যন্ত গ্রামের গ্রাহকদের বিদ্যুতের দাম বেড়েছে ঢাকার তুলনায় কয়েকগুণ। একই অবস্থা বিতরণ সংস্থাগুলোর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ধাপের গ্রাহকদের। চতুর্থ ধাপে বিদ্যুতের দাম সবচেয়ে কম বেড়েছে ডিপিডিসির গ্রাহকদের। কোম্পানিটির গ্রাহকদের ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলের জন্য মাত্র দশমিক ৩৩ শতাংশ বর্ধিত দাম গুনতে হবে। ডেসকো গ্রাহকদের জন্য এ হার এক দশমিক ১৮ শতাংশ। আর পিডিবি, আরইবি, ওজোপাডিকো ও নেসকো গ্রাহকদের চতুর্থ ধাপে গুনতে হবে ছয় দশমিক ৯৩ শতাংশ বর্ধিত দাম। পঞ্চম ধাপে ডিপিডিসির গ্রাহকদের বর্ধিত বিল গুনতে হবে শূন্য দশমিক ৫৪ শতাংশ হারে। ডেসকো গ্রাহকদের জন্য এ হার এক দশমিক ২০ শতাংশ। আর পিডিবি, আরইবি, ওজোপাডিকো ও নেসকো গ্রাহকের পঞ্চম ধাপে গুনতে হবে ছয় দশমিক ৯০ শতাংশ বর্ধিত দাম। অর্থাৎ ৬০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য ঢাকার গ্রাহকদের তুলনামূলক অনেক কম বিদ্যুৎ বিল বিল বৃদ্ধি পাবে। যদিও গ্রামাঞ্চলে এ হার অনেক বেশি। ষষ্ঠ ধাপে সবচেয়ে কম বিদ্যুৎ বিল বাড়বে ডেসকো গ্রাহকদের। কোম্পানির গ্রাহকদের জন্য এ হার এক দশমিক ৫২ শতাংশ। আর ডিপিডিসি গ্রাহকদের বর্ধিত বিল গুনতে হবে দুই দশমিক ২৯ শতাংশ হারে। এছাড়া পিডিবি, ওজোপাডিকো ও নেসকো গ্রাহকদের ষষ্ঠ ধাপে গুনতে হবে সাত দশমিক ২১ শতাংশ বর্ধিত দাম। তবে আরইবি গ্রাহকদের এক্ষেত্রে গুনতে হবে আট দশমিক ২৩ শতাংশ বর্ধিত দাম।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: