শিরোনাম

South east bank ad

'বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, তৃতীয় বিশ্বের অবিসংবাদিত নেতা'

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

'বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, তৃতীয় বিশ্বের অবিসংবাদিত নেতা'
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ''বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়; তৃতীয় বিশ্বের অবিসংবাদিত নেতা; যার কারণে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কমিশন কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কাজী রিয়াজুল হক আরও বলেন, “বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন পৃথিবীর ইতিহাসে তা বিরল। বঙ্গবন্ধু পাকিস্তানি শাসকদের দ্বারা সংগঠিত অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন যার কারণে তাকে অনেকবার কারাগারে যেতে হয়েছে। তারপরও তিনি দমে যাননি। ' এসময় সকল কর্মকর্তা ও কর্মচারীকে বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শনে দীক্ষিত হওয়ার আহ্বান জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সার্বক্ষণিক সদস্য জনাব নজরুল ইসলাম, সদস্য নুরুন নাহার ওসমানী, এনামুল হক চৌধুরী এবং কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: