শিরোনাম

South east bank ad

বাজারে এলো প্রিমিয়াম কোয়ালিটির ‘ইনসি’ সিমেন্ট

 প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

বাজারে এলো প্রিমিয়াম কোয়ালিটির ‘ইনসি’ সিমেন্ট
দেশের বাজারে সায়াম সিটি সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেড নিয়ে এলো প্রিমিয়াম কোয়ালিটির ‘ইনসি’ সিমেন্ট। বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ড ‘ইনসি’ সিমেন্টের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এসময় বাণিজ্যমন্ত্রী বলেন,‘বাংলাদেশের সিমেন্টশিল্পের অগ্রগতি হচ্ছে। তার মধ্যে বসুন্ধরা ও শাহ সিমেন্ট অন্যতম। এই দুটি সিমেন্ট বাংলাদেশের সিমেন্টশিল্পকে আরো বেশি বিকশিত করছে। এছাড়া বাংলাদেশের শিল্পেরও প্রসার ঘটছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে।’ তিনি আরো বলেন,‘ইনসি সিমেন্ট থাইল্যান্ডের একটি সুপরিচিত সিমেন্ট। এটির রয়েছে উন্নত মানের ক্যাপ্টিভ ক্লিংকার। এছাড়া এই সিমেন্টটি দীর্ঘ ৪৭ বছর ধরে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের নির্মাণকাজে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশে এই সিমেন্ট নিয়ে এসেছে সায়াম সিটি সিমেন্ট(বাংলাদেশ) লিঃ। মন্ত্রী আরো বলেন,‘সায়াম সিটি (ইনসি)সিমেন্ট বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতি ও উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি। এছাড়া এই সিমেন্ট শ্রীলঙ্কাতেও সুনামের সঙ্গে ব্যবসা করছে। তাই এটি বাংলাদেশেও ভালো করবে।’ সায়াম সিটি সিমেন্ট পাবলিক কোম্পানি লিঃ এর সিইও সিভা মাহাসানদানা বলেন, ‘সায়াম সিটি সিমেন্ট কোম্পানি ১৯৬৯ সালে সিমেন্ট তৈরির কাজ শুরু করে। দীর্ঘ ৪৭ বছর ধরে এটি বিশ্বের অনেক বড় বড় স্থাপনা তৈরিতে অবদান রেখেছে। শুধু তাই নয়, সায়েম সিমেন্ট বিশ্বের মধ্যে বর্তমানে ২য় স্থানে রয়েছে। ফলে বাংলাদেশে এই সিমেন্টটি অর্থনৈতিকখাতে সহায়ক ভূমিকা রাখবে।’ বাংলাদেশকে একটি ‘পরিবর্তশীল দেশ’ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে। খুব শিগগিরই আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হব। এজন্য দেশের ক্রম বর্ধমান শিল্পকে আরো বেশি ভূমিকা রাখতে হবে।প্রত্যেক শিল্পকে আরো বেশি বেশি কোয়ালিটির দিকে নজর রাখতে হবে। শুধু তাই নয়, আমাদের বহু পণ্য এখন বহির্বিশ্বেও রপ্তানি হচ্ছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সায়াম সিটি সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট নিতিকুল,সায়াম সিটি সিমেন্ট(বাংলাদেশ) এর সিইও আইয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: