শিরোনাম

South east bank ad

আইএমএফ দুই হাজার ২১ কোটি টাকা দেবে

 প্রকাশ: ২২ অক্টোবর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

আইএমএফ দুই হাজার ২১ কোটি টাকা দেবে
পেরুর রাজধানী লিমায় ৫ থেকে ১১ অক্টোবর বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এক বছরের কর্মপরিকল্পনা চূড়ান্ত করার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য ঋণ সহায়তার পরিমাণ নির্ধারণ করে আর্থিক খাতের এ দুই সংস্থা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল –আইএমএফ আরো ২৫ কোটি ৮৩ লাখ ডলার বা দুই হাজার ২১ কোটি ১৯ লাখ ৭৫ হাজার টাকা সহায়তা দেবে বাংলাদেশকে। আইএমএফের নির্বাহী পরিষদ গতকাল বুধবার এ বিষয়ে অনুমোদন দিয়েছে। খবর রয়টার্সের।
চলতি অর্থবছরের জন্য ১৯০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। লিমার সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাইল পিটার্স।
রয়টার্সের আজকের(বৃহস্পতিবার)প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত ঋণ দেওয়ার ফলে বাংলাদেশের জন্য আইএমএফের মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ৯০ কোটি ৪২ লাখ ডলার। দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে তিন বছর মেয়াদি ঋণ সুবিধা চুক্তির ভিত্তিতে এ সহায়তা দেবে সংস্থাটি।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: