রিহ্যাবের শীতকালীন আবাসন মেলা ২১ ডিসেম্বর

রিহ্যাবের পাঁচ দিনব্যাপী শীতকালীন আবাসন মেলা আগামী ২১ ডিসেম্বর বুধবার শুরু হবে। এতে অংশ নেবে দেশের সকল রিয়েল এস্টেট প্রতিষ্ঠানএবং এ শিল্পের বিভিন্ন উপ খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
রোববার রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (১ম) লিয়াকত আলী ভূইয়া এই তথ্য জানিয়েছেন।
‘সপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ২১ থেকে ২৫ ডিসেম্বর এই মেলা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিকসম্মেলন কেন্দ্রে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২১ ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন।
লিয়াকত আলী জানান, মেলায় মোট স্টল থাকছে ১৭৫টি। আবাসন প্রতিষ্ঠানগুলোর মধ্যে শনিবার সন্ধ্যায় এই স্টল বরাদ্দ করা হয়। এ বছর মেলায়রিহ্যাব-এর সদস্য প্রতিষ্ঠান ছাড়াও বেশ কিছু বিল্ডিং ম্যাটেরিয়ালস ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে।’