ইলিশ ধরতে পারবেন জেলেরা

বৃহস্পতিবার থেকে ইলিশ ধরতে পারবেন জেলেরা। চলতি মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষ হয়েছে বুধবার। বৃহস্পতিবার থেকে জেলেরা আবারো নদীতে ইলিশ ধরতে পারবেন। আর বাজারেও পাওয়া যাবে রূপালী ইলিশ।
রাজশাহী মৎস্য অধিদপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা সুভাষ চন্দ্র শাহা বলছেন, টানা ২২ দিনের এই নিষেধাজ্ঞার ফলে পদ্মা নদীতে বাড়বে ইলিশের পরিমান।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গেল ১২ অক্টোবর থেকে সারাদেশে মা ইলিশ সংরক্ষনের জন্য ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ করে সরকার।
জেলা মৎস্য কর্মকর্তা সুভাস চন্দ্র সাহা বলছেন, চলতি মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে শেষ হয়েছে। এর ফলে পদ্মা নদীতে বাড়বে ইলিশের পরিমান। এ সময় তিনি আরো জানান, গত ২০ বছরের তুলনায় চলতি মৌসুমে সারাদেশে ইলিশের ধরা পড়ে রেকর্ড সংখ্যক। এবার টানা ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের ফলে এই পরিমান বাড়বে আরো কয়েক গুণ।
এদিকে জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, টানা ২২ দিনের এই অভিযানে রাজশাহীর বাঘা, চারঘাট, পবা এবং গোদাগাড়ি থেকে ৩ লাখ ৭২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বিজিবি, পুলিশ এবং মৎস্য কর্মকর্তাদের সহায়তায় বাজার ও নদীতে ১৭৩ টি অভিযান পরিচালনা করেছে।
মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ৩৪ টি। এ সব অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ইলিশ জব্দ করা হয়েছে ৪১০ কেজি, জরিমানা আদায় করা হয়েছে প্রায় সাড়ে ৬১ হাজার টাকা এবং মামলা হয়েছে ৮ টি।
তবে এ বছরও নিষেধাজ্ঞা চলাকালীন রাজশাহীর মৎস্যজীবীরা সরকার থেকে কোনো প্রনোদনা পায়নি।