শিরোনাম

South east bank ad

আজ বিকেল থেকে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে : বিআইডব্লিউটিসি

 প্রকাশ: ১০ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

আজ বিকেল থেকে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে : বিআইডব্লিউটিসি

ঘাট এলাকায় কাঁচাপণের ট্রাক অধিক হারে আটকে পড়ায় কর্তৃপক্ষের নির্দেশে নৌরুটে সোমবার (১০ মে) বিকেল থেকে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, এখন থেকে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে।
কারণ ঘাট এলাকায় আটকে পড়া ট্রাকের কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দিয়েছে। এখন সব ধরনের ফেরি চলাচল করবে।
ফেরিতে যাত্রী পারাপারের কোনো নিষেধাজ্ঞা থাকবে কিনা জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, সব ফেরি চলবে। পণ্যবাহী ট্রাক আর যানবাহন পার করতে হবে। যাদের জরুরি প্রয়োজন তারা পার হবেন।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে মোট ১৬টি ফেরি রয়েছে। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ফেরি চলাচল সীমিত করা হয়েছিল। তবে জরুরি যানবাহনের সঙ্গে বিপুল সংখ্যক যাত্রী নিয়মিত পার হচ্ছে। এদিকে ফেরি কম সংখ্যক চলাচল করায় ঘাটে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়ে গেছে। যাতে বেশির ভাগই পচনশীল পণ্য রয়েছে। তাই সোমবার বিকেল থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ঘাটের এক ব্যক্তি বলেন, ফেরি চলাচল স্বাভাবিক করায় ঘরমুখো যাত্রীদের আর বিড়ম্বনা পোহাতে হবে না।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, ট্রাক পারাপারের জন্য সব ফেরি চলাচল এখন থেকে স্বাভাবিক থাকবে।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: