শিরোনাম

South east bank ad

তীর-ধনুক দিয়ে গৃহবধূকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

তীর-ধনুক দিয়ে গৃহবধূকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় তীর-ধনুক দিয়ে রবিতা বাক্তি (২৩) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিউ সমনবাগ চা বাগানের পাক্কা লাইন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরই স্থানীয় লোকজন অভিযুক্ত মিঠুন বাক্তিকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত রবিতা বাক্তি নিউ সমনবাগ চা বাগানের নিয়মিত শ্রমিক ও পাক্কা লাইনের অটোরিকশাচালক সুষেন বাক্তির স্ত্রী।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিউ সমনবাগ চা বাগানের পাক্কা লাইন এলাকার বাসিন্দা চা শ্রমিক মিঠুন বাক্তি শুক্রবার রাতে শ্বশুর ভাগ্য বাক্তিকে অশ্লীল গালিগালাজ করছিল। হামলার চেষ্টা চালালে রবিতা বাক্তি তাকে ঠেকাতে যায়।

এসময় মিঠুন ধনুক থেকে তীর ছুড়লে তা রবিতার বুকে আঘাত করে। তীরের আঘাতে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। গুরুতর আহত অবস্থায় চা বাগানের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিঠুন বাক্তিকে গ্রেপ্তার করেছে। নিহতের স্বামী সুষেন বাক্তি তার বিরুদ্ধে হত্যা মামলা করেছে। মরদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: