অভিযোগের সুষ্ঠ তদন্ত ও বিচার হবে কি?

গণমাধ্যম কর্মীর ওপর কি পাশবিক নির্যাতন শুনুন তার মুখ থেকে বর্ননা ___ হাতকড়া পরিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা ব্যক্তিটি কোনো চোর-ডাকাত অথবা পলাতক আসামি নন। দৈনিক জনকণ্ঠ এবং বাংলাদেশ সংবাদ সংস্থার লালমনিরহাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীন। পাশাপাশি তিনি একজন কলেজ শিক্ষকও। ক্ষোভের বসে বিজিবি তাকে এক বোতল ফেন্সিডিল পাওয়ার সাজানো নাটকে হাতে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে !