শিরোনাম

South east bank ad

লবী রহমান কুকিং ফাউন্ডেশনের দিনব্যাপী বিশেষ রন্ধন কর্মশালা

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

লবী রহমান কুকিং ফাউন্ডেশনের দিনব্যাপী বিশেষ রন্ধন কর্মশালা

মাহে রমজান উপলক্ষে সম্প্রতি ঢাকায় রন্ধনশিল্পী লবী রহমানের প্রতিষ্ঠিত ‘লবী রহমান কুকিং ফাউন্ডেশন’-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিশেষ রন্ধন কর্মশালা। লবী রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় এ কর্মশালায় অংশগ্রহণ করেন মোট ২৫ জন প্রশিক্ষণার্থী। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শেফ টনি খান প্রমুখ।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: