শিরোনাম

South east bank ad

করোনা আক্রন্ত কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার জন্য ছয় সদেস্যর ‘কুইক রেসপন্স টিম’ গঠন

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

করোনা ভাইরাসে আক্রন্ত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য ছয় সদেস্যর একটি ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি) গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব মো. আনোয়ারুল ইসলাম সরকারকে টিম লিডার করে রোববার (১১ এপ্রিল) অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কমিটিতে বিকল্প টিম লিডার হিসেবে রয়েছেন উপসচিব মো. নূরুল হক। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আশরাফ উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. খোকন মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্বাছ উদ্দিন এবং অফিস সহায়ক মো. বেলাল হোসেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হলে তার পরিবারে সঙ্গে যোগাযোগ করবেন। প্রয়োজনে তাদের চাহিদার ভিত্তিতে খাদ্য, ওষুধ, চিকিৎসাসহ অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা দেবেন।

আক্রান্তদের তথ্য প্রতিবেদন আকারে যুগ্মসচিবের (প্রশাসন) কাছে পাঠানোর জন্য বলা হয়েছে। সবশেষ ১০ এপ্রিল দেশে করোনা সংক্রমণে মারা যায় ৭৭ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৪৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন এবং মোট মৃত্যু ৯ হাজার ৬৬১ জনের।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: