করোনা আক্রান্ত হয়েছেন ধানমন্ডি থানার মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলি

ধানমন্ডি থানার মহিলা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর মামাতো বোন টুঙ্গিপাড়ার শেখ পরিবারের সদস্য শেখ মিলি করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়েছেন তার স্বামীও।
শেখ মিলি গত ১১ মার্চ বঙ্গবন্ধু মেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। শেখ মিলি তার ফেসবুক আইডিতে আক্রান্তের সংবাদ জানিয়েছেন।
তিনি লিখেছেন, " আজকে আমরা দুজনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডাক্তার একে , এম মোশাররফ হোসেন ভাইয়ের অধীনে চিকিৎসাধীন আছি । আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন । মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ সমূহ মাফ করে দিয়ে সুস্থতা দান করেন । "