বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্রে রক্ষণাবেক্ষণ সেবা দেবে জিই

ভারতের রিলায়েন্স পাওয়ার লিমিটেড ও জাপানের জেরা ইনকরপোরেশনের যৌথ উদ্যোগ রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেডের সাহায্যে বাংলাদেশের নারায়ণগঞ্জের মেঘনাঘাটে নির্মীয়মান ৭১৮ মেগাওয়াট (এমডবিউ) সম্মিলিত পাওয়ার প্লান্টে মেইনটেন্যান্স সার্ভিস ও ডিজিটাল সলিউশন প্রদানের ঘোষণা দিয়েছে জিই। এ বিষয়ে ২২ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে, যার অধীনে গ্যাস ও স্টিম টারবাইনের সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ ও সহায়তা এবং ক্লাউড এপিএম (অ্যাসেট পারফরম্যান্স মেইনটেন্যান্স) স্বাস্থ্য ও নির্ভরযোগ্যতা, ওপিএম (অপারেশনস পারফরম্যান্স মেইনটেন্যান্স) পারফরম্যান্স ইন্টেলিজেন্স ও বেজলাইন সিকিউরিটি সেন্টারের জন্য প্লান্টওয়াইড ডিজিটাল সলিউশন সেবা দেবে জিই।
রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেডের প্রধান নির্বাহী রঞ্জন লোহার বলেন, ‘আমরা আশা করি, ৭১৮ মেগাওয়াট মেঘনাঘাট পাওয়ার প্লান্ট বাংলাদেশের মানুষের জন্য টেকসই বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।’
মেঘনাঘাট পাওয়ার প্লান্টটি দুটি জিই নাইনএফ গ্যাস টারবাইন, একটি জিই ডি১১ স্টিম টারবাইন এবং তিনটি এইচ৫৩ জেনারেটর দ্বারা পরিচালিত হবে। এটি এলএনজি জ্বালানিকে পুনঃগ্যাসীকরণের মাধ্যমে বাংলাদেশের সাড়ে আট লাখের বেশি পরিবারের জন্য চাহিদা মোতাবেক বিদ্যুৎ সরবরাহ করবে। চুক্তি অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রটির সব প্রধান রক্ষণাবেক্ষণ পরিচালনার পাশাপাশি এর পারফরম্যান্স বাড়ানোর বিষয়ে কাজ করবে জিই।
জিই গ্যাস পাওয়ার সাউথ এশিয়ার সিইও দীপেশ নন্দ বলেন, ‘অর্থনৈতিক বিকাশ, প্রগতিশীল নীতি কাঠামো ও অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা বাংলাদেশকে আজ বিদ্যুৎ খাতে বৈশ্বিক বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। ৭১৮ মেগাওয়াট মেঘনাঘাট পাওয়ার প্লান্ট সেটিই প্রমাণ করে। বিদ্যুৎকে সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলতে বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন সাধনে আধুনিক ও উন্নত প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত রাখবে জিই।
বর্তমানে জিইর স্থাপিত গ্যাস টারবাইন বেজ বাংলাদেশে প্রায় তিন গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এইচ-ক্লাস, ই-ক্লাস, এফ-ক্লাস, ফ্রেম সিক্স ও অ্যারো-ডেরিভেটিভসসহ গ্যাস টারবাইন প্রযুক্তির একটি শক্তিশালী পোর্টফোলিও রয়েছে প্রতিষ্ঠানটির।