যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ছাত্রলীগ প্রস্তুত

স্বাধীনতার ৫০ বছর পরও আজকে যারা ৭১ আদলে স্বাধীনতার মাসে বিশৃঙ্খলা করে, যারা আগুন সন্ত্রাসী করে, ইসলামের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কোনোভাবেই ইসলামের হেফাজত করছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়। বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের চালানো তাণ্ডবকে জঙ্গি কার্যক্রম উল্লেখ করে তিনি তীব্র নিন্দা জানান।
জয় বলেন, তারা আমাদের জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের বাড়িঘর পুড়িয়ে ক্ষান্ত হয়নি তারা আমাদের বাবা-মায়ের ওপরও হাত তুলেছে। এ ধরনের কাপুরুষ কুলাঙ্গাদের আমরা বিচার চাই। বাংলাদেশ ছাত্রলীগ মাঠে রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।
এ সময় কেন্দ্রীয় নেতারাসহ জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।