শিরোনাম

South east bank ad

বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে লন্ডন আই সেজেতে লাল-সবুজের রঙে

 প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে লন্ডন আই সেজেতে লাল-সবুজের রঙে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনন্দে ভাসছে দেশ এবং দেশের বাহিরে অবস্থানরত কোটি কোটি বাংলাদেশিরা। বিশ্বের বিভিন্ন দেশেও নানা আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার যুক্তরাজ্যের বিখ্যাত লন্ডন আই সেজেতে লাল-সবুজের রঙে।

এক টুইট বার্তায় সেটির ছবি প্রকাশ করেছেন লন্ডন সিটি হলের ট্রান্সপোর্ট কমিটির ভাইস-চেয়ারম্যান ও লিবারেল ডেমোক্র্যাট বিধানসভার সদস্য ক্যারোলিন পিজন।

Happy 50th Anniversary #Bangladesh ????????

There's a strong bond between Bangladeshis & #London, with over half of British-Bangladeshis living in the capital & bringing so much to our city. It's only right that the London Eye was lit in green & red #BritBanglaBondhon #Bangladesh50 pic.twitter.com/gmWAvBcEnT

— Caroline Pidgeon ???? (@CarolinePidgeon) March 26, 2021

ছবির ক্যাপশনে তিনি বলেন, লন্ডনে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে স্থানীয়দের শক্তিশালী সম্পর্ক রয়েছে। ব্রিটিশ-বাংলাদেশিদের মধ্যে প্রায় অর্ধেক নাগরিক রাজধানীতে বসবাস করে।

এদিকে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশি জনগণকে অভিনন্দন জানাচ্ছি।

I want to congratulate the people of Bangladesh on your 50th anniversary.

The bond between our two nations is incarnated by the 600,000 strong British-Bangladeshi community, who contribute so much to our country ????????????????#Bangladesh50#BritBanglaBondhon pic.twitter.com/kIw0BSFWtF

— Boris Johnson (@BorisJohnson) March 26, 2021

এখানে বসবাসরত প্রায় ৬ লাখ ব্রিটিশ-বাংলাদেশিদের অবদানের মধ্য দিয়ে উভয় দেশের মধ্যকার বন্ধন আরো শক্তিশালী হচ্ছে, যোগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: