বে অব বেঙ্গল পাওয়ার কোম্পানির দ্বিতীয় এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও চায়না হুয়াদিয়ানের যৌথ উদ্যোগে গঠিত কোম্পানি বে অব বেঙ্গল পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যুৎ ভবনের বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত এজিএমে অন্যান্যের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্য বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন, বিউবোর সদস্য কোম্পানি অ্যাফেয়ার্স মো. মাহবুবুর রহমান ও প্রধান প্রকৌশলী প্রাইভেট জেনারেশন মো. ফজলুল হক অংশ নেন। এছাড়া অনলাইনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জেং কেচেংসহ চায়না হুয়াদিয়ানের দুজন পরিচালক উপস্থিত ছিলেন।